মিনি টিপস : Error Reporting বন্ধ করুন !

আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোন প্রোগ্রাম Hang হয়ে গেলে সেটি Close করতে গেলে End Now দেখায়। তখন End Now তে Click করলে আবার Send an Error Report নামে আরেকটি message দেখায় যা অনেকে User বা ব্যবহারকারীর কাছে বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। তাই এটি বন্ধ করতে হলে My Computer এর উপর Right Button Click করে Properties এ যেতে হবে। এভাবে বন্ধ করা যায়। আপনি এরপর Advanced Tab Select করে নিচের Error Reporting-এ Click করুন।

এখান থেকে আপনি Disable Error Reporting Select করে OK করুন। আশা করি এখন আর আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না।

6 thoughts on “মিনি টিপস : Error Reporting বন্ধ করুন !

এখানে আপনার মন্তব্য রেখে যান