আপনার ওয়েবসাইট/ব্লগ এ যোগ করুন চ্যাট রুম (চ্যাটিং এর জন্য রেজিস্ট্রেশন এর দরকার নাই)

আমি যে টিপস টি শেয়ার করব এর জন্য আপনার http বা html অথবা কোডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা ও কোর্স করার দরকার নেই । আমার মত সাধারণ ইউজার হলেই আপনার ওয়েবসাইট/ব্লগ এ এমন চ্যাট রুম যোগ করতে পারবেন যাতে এন্টার করার জন্য ভিসিটর বা মেম্বার কে রেজিস্ট্রেশন করতে হবে না। ভিসিটর বা মেম্বার তার পছন্দমত Nick name দিয়ে চ্যাটরুমে অংশগ্রহণ করতে পারবেন। প্রয়োজনে যে কেউ তার পছন্দমত নামের উপর ক্লিক করে প্রাইভেট চ্যাট করতে পারবেন অনেকটা Mig33 এর চ্যাট এর মত। আমি এখানে আপনাদের আমার একটি ফ্রি ওয়েবসাইট দিয়ে সহজে কাজটি করার বর্ণনা দিব । ফ্রি ওয়েবসাইট এর জন্য webs, weebly, co ইত্যাদি থেকে অনেকে ওয়েবসাইট তৈরী করেন। তবে আমার পছন্দ হলো hpage.com কারন এখান থেকে তৈরী করা ফ্রি ওয়েবসাইট এ লগ ইন সহ বিভন্ন কাজের মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়। এই পইয়েন্ট এর মাধ্যমে আপনি আপনার সাইটে মেম্বার রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। তাহলে চলুন শুরু করা যাকঃ


এটা হলো hpage থেকে বানানো আমার ফ্রি সাইট । আপনিও hpage এ রেজিস্ট্রেশন করে আপনার ওয়েব সাইট  বানাতে পারবেন। এখন আপনার সাইটে চ্যাট রুম যোগ করতে চাইলে যা করতে হবেঃ
১. প্রথমে http://www.99chats.com এখানে ফ্রি সাইন আপ করে লগ ইন করুন।

২. Create a new room এ প্রেস করুন এখানে আপনি আপনার চ্যাট রুম টিকে নিজের পছন্দমত নাম, ভাষা, ক্যাটাগরি, কালার ইত্যাদি দিয়ে কাস্টমাইজ করে নিন।



৩. কাস্টমাইজ করার পর continue প্রেস করুন।

৪. Object embed কোড টি কপি করে রেখে finish প্রেস করুন

ব্যাস আপনার chat room বানানোর কাজ শেষ। এবার chat room টাকে ওয়েব সাইটে পাঠানোর পালাঃ
১. www.hpage.com থেকে আপনার ওয়েব সাইটের একাউন্ট এ লগ ইন করুন

২. বাম পাশের ক্যাটাগরি থেকে pages এ ক্লিক করে text page এ ক্লিক করুন

২. বাম পাশের ক্যাটাগরি থেকে pages এ ক্লিক করে text page এ ক্লিক করুন

৩. Title থেকে welcome এবং নিচে action থেকে html mode ক্লিক করে go তে ক্লিক করুন

৪. এখন এই টেক্সট পেজে আপনার কপি করা কোডটি পেস্ট করে save করুন

৫ এবার আপনি আপনার সাইট রিলোড করুন।

দেখবেন আপনার সাইটে আপনার কাস্টমাইজ করা সেই চ্যাট রুম টি চলে এসেছে। যে কোনো নাম দিয়ে আপনি chat room এ join করতে পারবেন। chat room এ কারোর সাথে private চ্যাট করার জন্য তার নামের উপর ক্লিক করলেন চ্যাট করতে পারবেন। ধন্যবাদ।

4 thoughts on “আপনার ওয়েবসাইট/ব্লগ এ যোগ করুন চ্যাট রুম (চ্যাটিং এর জন্য রেজিস্ট্রেশন এর দরকার নাই)

এখানে আপনার মন্তব্য রেখে যান