Prefetch,temp,%temp% ফাইল মুছে ফেলুন CCleaner দিয়ে।

কেমন আছেন সবাই?ভালতো…………
যাই হোক কথা কম বলে কাজের কথাই আসি।আমারা সবাই কম্পিউটার ব্যবহার করি এবং কম্পিউটারকে বিভিন্ন জাঙ্ক ফাইল হতে রক্ষা করতে চাই।তাই আমরা উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে রান এ Prefetch,temp,%temp% লিখে তা পরিস্কার করি।কিন্তু CCleaner নামক একটি সফটওয়্যার যা দিয়ে আপনি কম্পিউটার এর জাঙ্ক ফাইল মুছে ফেলতে পারেন।এই সফটওয়্যার যাদের নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন।সফটটি ডাউনলোড করে ইনস্টল করুন। এটি খুব কাজের সফটওয়্যার।তার পর রিসাইকেল বিনের উপর মাউসের রাইট ক্লিক করুন। তারপর run cclener এ ক্লিক করে জাঙ্ক ফাইল মুছে ফেলুন।

আর সবচেয়ে আরও বেশি উপকার পাওয়া যায় যদি নিচের পদ্ধতি অনুসরন করা যায়।CCleaner Open করার পর
prefetch %temp% ও temp এই তিনটি এড করে নিতে হবে। এই জন্য প্রথমে options তারপর include এ যাবেন এবং তারপর add folder এ ক্লিক করে লোকেশন দেখে ok করতে হবে। এই তিনটির লোকেশন হল
C:\Documents and Settings\Imran\Local Settings\Temp
C:\WINDOWS\Prefetch
C:\WINDOWS\Temp

Imran এর জায়গায় আপনার কম্পিউটার এর নাম বসবে।
আর যদি কোন সমস্যা হয় তাহলে জানাবেন।

3 thoughts on “Prefetch,temp,%temp% ফাইল মুছে ফেলুন CCleaner দিয়ে।

এখানে আপনার মন্তব্য রেখে যান