পাওয়ার সাপলাই পিসির যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি নষ্ট হলে বুজতেন !!! (কম্পিউটার হার্ডওয়্যার পর্ব ১)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনরা ??? আশা করি সবাই ভালো আছেন , সবার জন্য শুভ কামনা রইলো ।

পাওয়ার সাপলাই পিসির যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি নষ্ট হলে বুজতেন !!!

পাওয়ার সাপলাই  কি ভেবে নষ্ট হয় জানেন কি ????

১.ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে বিদ্যুত চলে গেলে বা load shedding বার বার ঘটলে । আমার এই নিয়ে ১০০ বার হয়েছে ।

২. ইউপিএস ছারা পিসি ব্যবহার করলে ও হাই ভোল্টেজ হলে

৩. পাওয়ার ক্যাবল জোরে টান দিয়ে খুললে ,

৪.পাওয়ার সাপলাই এর ধারন ক্ষমতার বেশি যন্তু পিসি তে ব্যবহার হলে ,

৫. পানিতে ভিজে গেলে । তাহলে তো হইছে পানি ও বিদ্যুত তো ২ জনের দোস্ত বা GF = Great Best Friend

 

 

কি ভাবে বুজতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা !!!

১. পিসিতে পাওয়ার আসবে না

২.পিসি মাঝে মাঝে রির্স্টাট হয় বা ৫-১০ মিনিট পর পর

৩. কোন ভাবে মনিটর এর WINDOWS এর DISPLAY আসবে না ।

৪. প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু আবার OFF হয়ে যাই

৫.পাওয়ার সুইচ এ চাপ দিলে কম্পিউটার অন হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়।

৬.পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু DISPLAY আসে না 😦 pc তে কোন sound ও হয় না নিরব !!!

PLEASE কান্না কাটি করবেন না সব ঠিক হয়ে যাবে 😥

আমাদের বাংলাদেশের যে সকল পাওয়ার সাপ্লায় পাওয়া যায় সেগুলোতে ওয়ারেন্টি থাকে না আবার অনেক গুলোতে ওয়ারেন্টি থাকে ।

যদি আপনি নিজেই নিজের কমপিউটার তৈরি বা আপগ্রেড করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এ কথা ভাবা উচিত হবে না যে,

কেস-এর সাথে সরবরাহ করা পাওয়ার সাপলাই যথেষ্ট ভালোমানের হবে।  (500 wt টা ভালো আর  450wt  না কিনা ভালো )

৬ মাস এর ওয়ারেন্টি পাওয়ার সাপলাই এর দাম ৯৫০ টাকা

১২ মাস এর ওয়ারেন্টি পাওয়ার সাপলাই এর দাম ৪৫০০ টাকা ( এটি অনেক বছর টিকে থাকে )

ভালোমানের পিএসইউ তুলনামূলকভাবে একটু দামী হলেও ভালো। এজন্য নন-ব্র্যান্ডের অর্থাৎ অপরিচিত ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই না ব্যবহার করে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কেনা হবে বুদ্ধিমানের কাজ।

যেসব পাওয়ার সাপ্লাইয়ে এফিসিয়েন্সি বা দক্ষতা উল্লেখ করা থাকে না, সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো। পিএসইউ কেনার সময় শুধু দক্ষতাকে বিবেচনা করলে ভুল হবে। এটি আদর্শমানের কি না যেমন

ATX কি না, তা খেয়াল করে দেখুন। তবে এক্ষেত্রেও ভিন্নতা থাকতে পারে, যেমন পাওয়ার কানেক্টরগুলো মূলত পিসিআই এক্সপ্রেস কার্ড, সাটা ড্রাইভারের জন্য। এক্ষেত্রে বাড়তি পাওয়ার ক্যাবল

দরকার প্রসেসর ও মাদারবোর্ডের জন্য। নতুন সিস্টেমের কথা চিন্তা করলে যথাযথমানের পিএসইউ’র সাথে সাথে যথাযথ কানেক্টরের কথা অবশ্যই বিবেচনায় আনতে হবে।

”আজ আমার এই টিপস টা আমার COMPUTER HARDWARE এর শিক্ষক Kamrul Hasan Shimul ভাই কে উৎসর্গ করলাম

এই ভাই এর কল্যাণে আজ আমি একজন Authors , ১ বছর তিনি আমাকে যা শিক্ষা দিয়েছেন সতিই অতুলনিয়”

প্রতি শুক্রবার ম্যাজিক শিখুন PC HELPLINE BD তে

ম্যাজিকের জগৎ রহস্যের জগৎ। অসম্ভব, বিস্ময়কর দৃশ্য দেখানোই হল ম্যাজিক। এসো নতুন কিছু ম্যাজিক শিখি (পর্ব ১ )

188179 194529797242320 1011671 q একটি শান্তু শিষ্ট ইন্টারনেট সিকিউরিটি ESAT SMART SECURITY 4  FACEBOOK একটি গ্রুপ আছে আশা করি গ্রুপ টা তে আপনারা এড হবেন । © wÊ £ØVE ALLAH

 

12 thoughts on “পাওয়ার সাপলাই পিসির যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি নষ্ট হলে বুজতেন !!! (কম্পিউটার হার্ডওয়্যার পর্ব ১)

এখানে আপনার মন্তব্য রেখে যান